জয়পুরহাটে হিন্দু সম্প্রদায়ের অসহায় দুস্থ মহিলাদের মাঝে কাপড় বিতরণ

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪; সময়: ৬:২৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন সম্প্রদায়ের অসহায় দুস্থ মহিলাদের মাঝে বৃহস্পতিবার সকালে শাড়ি কাপড় বিতরণ করা হয়।

শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে জয়পুরহাট সার্বজনীন কেন্দ্রীয় শিবমন্দির চত্বরে আয়োজিত শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।

জয়পুরহাট কেন্দ্রীয় শিবমন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজ কুমার খেতানের নিজস্ব উদ্যোগে দুস্থদের মাঝে ওই শাড়ি কাপড় বিতরণ করা হয়। কাপড় বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া, শহর আমীর আনোয়ার হোসেন , সদর উপজেলা জামায়াতের আমীর মওলানা ইমরান হোসাইন, জয়পুরহাট শহর সেক্রেটারী আবদুর রহিম, ফোরাম অব ডিপ্লোমা ইন্জিনিয়ারিং জয়পুরহাট জেলা কমিটির সভাপতি গোলাম মর্তুজা, কেন্দ্রীয় শিবমন্দির দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী দূর্গা সাহা, সাধারণ সম্পাদক মিল্টন কুমার কুন্ডু, ঋতুরাজ খেতান প্রমূখ। ৫ শ অসহায় দুস্থ মহিলাদের মাঝে ওই শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে।

জামায়াত আমীর ফজলুর রহমান সাঈদ বলেন, প্রতিটি মন্ডপে পাহারাদার হিসেবে কাজ করছে জামায়াতের সদস্যরা। জেলা সদরের পৌরসভা ও পাঁচবিবি উপজেলায় ১৫৭ টি দুর্গাপূজা মন্ডপে তাঁর ব্যক্তিগত উদ্যোগে সিসিটিভি ক্যামেরা ও এসি ডিসি বাল্ব লাগানো হয়েছে বলে জানান, জয়পুরহাট জেলা সার্বজনীন শিবমন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজ কুমার খেতান।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন