শিবগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪; সময়: ১২:৩৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শিবগঞ্জের উথলী রথবাড়ী এলাকায় হিন্দু সমাজের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের মাঝে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।

বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বস্ত্র বিতরন করেন।

রথবাড়ী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বিমল চন্দ্র সাহার সভাপতিত্বে বস্ত্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুর রশিদ, বিসিক এর পরিচালক মীর শাহে আলম, অত্র এলাকার কৃতি সন্তান, চাঁপাইনবাবগঞ্জ জেলার চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শিপন কুমার মোদক, শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।

এসময় উপস্থিত ছিলেন উখলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী বুলবুল ইসলাম, খালিদ হাসান আরমান, বাপ্পীসহ অত্র এলাকার সুধীজন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন