পবায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে রোববার উপজেলার পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের হলরুমে ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন।
এর আগে, দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আবু বাশির।
এসময় বক্তব্য দেন, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার এস এম এন জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তার হাবিবা খাতুন, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম।
এর আগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পবা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসারের নেতৃত্বে ওই মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ অংশ নেন। এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে রক্ষায় বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়েছে।