সিরাজগঞ্জে প্রতিমা বিসর্জন
প্রকাশিত:
অক্টোবর ১৩, ২০২৪; সময়: ৭:৫৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সকল আনুষ্ঠানিকতা শেষে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা।
রবিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজগঞ্জের যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এই আনুষ্ঠানিকতা।
এ সময় র্যালিতে উপস্থিত থেকে, র্যালিটি উদ্বোধন করেন, বিএনপির সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য, রোমানা মাহমুদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার ফারুক হোসেন ও জেলা পূজা উদযাপন কমিটি সভাপতি সন্তোষ কুমার কানু সহ অন্যন্যারা।