কচুয়ায় ফলের দাম আকাশচুম্বী, ফিরে যাচ্ছেন ক্রেতা

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : ফলের দোকানে ক্রেতা আসছেন, তবে কিনছেন না। কেউ কেউ দরদাম করছেন আর কেউ কেউ দাম শুনে কিছু না বলে চলে যাচ্ছেন। কচুয়া উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ ফলের দোকান ফাঁকা।
নানা ধরনের ফল কিনতে ফলের দোকানে ভিড় দেখা গেছে ক্রেতাদের। হাতের নাগালে ফল থাকলেও ফলের দাম নাগালের বাইরে। ফলে দোকানে ভিড় থাকলেও না কিনেই ফিরে যেতে দেখা গেছে অধিকাংশ ক্রেতাদের। একই সাথে দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা।
কচুয়া পৌর বাজারে ঘুরে দেখা গেছে, খেজুর কেজি প্রতি ৫০০ টাকা, মাল্টা প্রতি কেজি ২৭০ টাকা, আঙুর প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকা, আনার প্রতি কেজি ৪৫০ টাকা, আপেল প্রতি কেজি ৫০০ টাকা। হঠাৎ করেই ফলের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে রয়েছেন সাধারন ক্রেতারা।
ক্রেতারা জানান, ফলের দাম মাত্রাতিরিক্ত বেড়েছে। তাছাড়া অন্যান্য সকল ফলের দামই বেশি। দাম নাগালের বাইরে চলে গেছে। আয় অনুযায়ী ফল কিনতে আমাদের হিমসিম হয়। তাই অনেক সময় না কিনে চলে যাই বিক্রেতারা বলছেন, এদিকে ফলের দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে।
ফলের দোকানে ক্রেতারা ভিড় করলেও বিক্রি কম। দাম বেশি থাকায় এক কেজির পরিবর্তে আধা কেজি ফল কিনছেন অনেকেই। অনেকে না কিনেই ফিরে যাচ্ছেন।
এদিকে ফলের দাম কেন বৃদ্ধি হয়েছে বাজার মনিটরিং এর মাধ্যমে দাম নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সাধারণ ক্রেতা ও বিক্রেতারা।