নাচোলে শিশুকন্যা ধর্ষনের চেষ্টায় বৃদ্ধা আটক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪; সময়: ৬:৫১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাগঞ্জের নাচোলে ৭ বছরের শিশুকন্যা ধর্ষনের চেষ্টার অফিযোগে এক বৃদ্ধকে আটক করেছে নাচোল থানা পুলিশ। বৃদ্ধের নাম আব্দুল মান্নান (৬০)। অভিযুক্ত বৃদ্ধ নাচোল উপজেলার জংলা দৌগাছি গ্রামের মৃত শহীদ আলীর ছেলে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদ আহম্মেদ এর নেতৃত্বে পুলিশ অভিযুক্তকে আটক করতে সক্ষম হন। নাচোল থানার ওসি তদন্ত খন্দকার ফরিদ আহম্মেদ জানান, গত ১৪অক্টোবর বিকেলে জংলাদৌগাছি গ্রামে আব্দুল মান্নান পাশের বাড়ির ৭ বছরের শিশুকন্যাকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করলে শিশুটির চিৎকার করলে সে পালিয়ে যায়।

এ বিষয়ে শিশুরটির পিতা বাদীহয়ে ১৬ অক্টোবর বুধবার নাচোল থানায় মামলা দায়ের করলে পুলিশ আব্দুল মান্নানকে আটক করে জেল হাজতে প্রেরন করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন