বাগমারায় হত্যা মামলার পলাতক আসামীকে ঢাকা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় আবুল কালাম হত্যা মামলার পলাতক আসামী জেকের আলী (৩৮) কে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর ) রাত ২ টার দিকে ডিএমপি বাড্ডা থানা এলাকার শিহাব রিক্সার গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জেকের আলী উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের হরিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। নিহত কালামের আপন ভাগ্নে আসামী জেকের আলী।
এ তথ্য নিশ্চিৎ করেন বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) উৎপল কুমার।
তিনি জানান, গত (৫ আগষ্ট) সকালে গোবিন্দপাড়া ইউনিয়নের হরিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জেকের আলীর নেতৃত্বে আরো ৫ জন হরিপুর গ্রামের মৃত জালুর ছেলে আবুল কালামকে পিটিয়ে জখম করে। পরে আহত অবস্থায় কালামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু। জমি জমা সংক্রান্ত বিষয়ের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে তদন্তে জানা গেছে।
এ ঘটনায় নিহত কালামের জামাই জালাল উদ্দিন বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরেই আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত ছিলো। গত শুক্রবার (১৮ অক্টোবর ) রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) উৎপল কুমারের নেৃতত্বে পুলিশ ঢাকা ডিএমপি বাড্ডা থানা এলাকার শিহাব রিক্সার গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করে। কালাম হত্যাকান্ডের অন্যান আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলী জানান, মামলার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। গত শুক্রবার রাতে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) উৎপল কুমারের নেৃতৃত্বে অভিযান পরিচালনা করে জেকের আলীকে ঢাকা থেকে গ্রেপ্তার করে বাগমারা থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান আরো ৪ জান পলাতক আসামীকে গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।