সাংবাদিক তুহিনের বাবার মৃত্যুতে বাসস রাজশাহী মহানগরের শোক
প্রকাশিত:
অক্টোবর ২৩, ২০২৪; সময়: ১১:৪৪ am | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখা কমিটির সন্মানিত সদস্য তুহিন আলীর বাবা মো: আশরাফ আলী আজ ভোর সাড়ে ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন।
মরহুম আশরাফ আলী দীর্ঘদিন থেকে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। তার সন্তান সাংবাদিক তুহিন আলী সকলের কাছে তার বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখা। সংগঠনটির সভাপতি মোঃ গুলবার আলী জুয়েল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি এক শোক বার্তায় মরহুম আশরাফ আলীর অকাল প্রয়ানে দোয়া কামনা করেন।
আজ বাদ যোহর আশরাফ আলীর জানাযা চকপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।