মহাদেবপুরে ৫ দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত:
অক্টোবর ২৩, ২০২৪; সময়: ৬:৫৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে ৫ দফা দাবীতে বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভ সমাবেশ করেছে।
বুধবার দুপুরে উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকায় মাছের মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা মো. মেহেদী হাসান, মো. আবু হাসান (আব্দুল্লাহ), আব্দুল্লাহ আল নাঈম, মেহেদী হাসান, সাজিদ বিন আলম (সম্রাট), রাকিব ইয়াসির মাহি প্রমূখ। বক্তারা মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন, আওয়ামীলীগ ও ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা, রাষ্ট্রপতির পদত্যাগসহ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবী জানান। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।