চারঘাটে গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) রাত ৮টা ৫ মিনিটের দিকে চারঘাটের পল্লীবিদ্যুৎ মোড় হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নান্নু (৩১) চারঘাট মডেল থানার পশ্চিম ভাটপাড়া গ্রামের মুর্শিদ আলীর ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) নুর ইসলাম ও ফোর্সসহ ২৩ অক্টোবর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে চারঘাট বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐদিন রাজশাহী জেলার চারঘাট মডেল থানাধীন চারঘাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডস্থ পল্লীবিদ্যুৎ মোড়ে ঝিকড়াগামী পাকা রাস্তার দক্ষিণপাশে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) নুর ইসলাম ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এতে চারঘাট মডেল থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নান্নুর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।
গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।