নিয়ামতপুরে ভ্রাম্যমান আদালতে ৬ দোকানীকে জরিমানা

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪; সময়: ৩:০৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর (নওগাঁ) : নওগাঁর নিয়ামতপুরে ভ্রাম্যমান আদালতের বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনের ২০০৯ এর ৩৮,৪০ ও ৫২ ধারায় ছয়টি দোকানীকে ৪ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে নিয়ামতপুর সদর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নিয়ামতপুর সদর বাজারে ভ্রাম্যমান আদালতে গিয়ে দোকানে পণ্য মূল্য তালিকা প্রদর্শনী না, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল পণ্য পাওয়ায় ছয় দোকানীকে জরিমানা করা হয়। এছাড়াও কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন আরিফুল ইসলাম, উপজেলা স্যানেটারি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন