পবায় শিক্ষকদের অংশগ্রহণে এসিডির তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : পবায় শিক্ষকদের অংশগ্রহণে এসিডির তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। (২৪ অক্টোবর ২০২৪) ইউএসএআইডি এর আর্থিক এবং দ্যা কার্টার সেন্টার বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় স্থানীয় অংশীদার প্রতিষ্ঠান এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডির আয়োজনে পবা উপজেলা পরিষদ মিলনায়তনেপবা উপজেলার আওতায় ২০টি মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের (বিদ্যালয় ও মাদ্রাসা) প্রধান শিক্ষকের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রাশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন। প্রশিক্ষণে পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোতাহার হোসেন প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০জন শিক্ষকের মধ্যে ৩জন নারী প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
প্রকল্প সমন্বয়কারী সুব্রত পালের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে পবা উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন, প্রশিক্ষণে তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরেন। প্রশিক্ষণ কর্মসূচি শুরুর প্রাক্কালে “বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প” শীর্ষক বাস্তবায়িত কর্মসূচির বিভিন্ন দিক উপস্থাপন করা হয়।
প্রশিক্ষণে তথ্য অধিকার আইন, তথ্য কী, কেন গুরুত্বপূর্ণ, কর্তৃপক্ষ কী এবং কারা, কোতায় তথ্য পাওয়া যাবে তার উৎসসহ আবেদন প্রক্রিয়া, তথ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন সহায়ক প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পাল, দ্য কার্টার সেন্টার এর তথ্য বন্ধু সাবরিনা নাজ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ স্বস্ব বিদ্যালয়ে তথ্য প্রদানকারী কর্মকর্তা ও বিকল্প কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের তথ্য অধিকার সম্পর্কে জানাতে তথ্য প্রদানকারী কর্মকর্তা হিসেবে একজন শিক্ষককে দায়িত্ব দিয়ে ভূমিকা রাকবেন বলে জানান।