ছাত্রলীগকে নিষিদ্ধ করায় সিরাজগঞ্জে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করায় সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরের বড়পুলের পশ্চিম প্রান্ত থেকে মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন চত্বরে এসে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনার আমলে যে ছাত্রলীগ তৈরি হয়েছিলো তাদের নিষিদ্ধ করায় দেশ সন্ত্রাসী সংগঠন থেকে মুক্তি পেলো। প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগ দীর্ঘ ১৬ বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।
এসময় বক্তব্য রাখেন, রাখেন বৈষ্যমবিরোধী ছাত্র-আন্দোলনের শিক্ষার্থী ইমরান হসেন ইয়াসিন, আরাফাত ইসানসহ আরও অনেকেই।