ছাত্রলীগকে নিষিদ্ধ করায় মহাদেবপুরে মশাল মিছিল
প্রকাশিত:
অক্টোবর ২৫, ২০২৪; সময়: ৪:৩৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক,মহাদেবপুর : বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় নওগাঁর মহাদেবপুরে বৈষম্যবিরোধী ছাত্ররা মশাল মিছিল বের করে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় বাসষ্ট্যান্ড থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাছের মোড়ে এসে শেষ হয়। এ সময় মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. আমিনুল হক। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা বেলাল হোসেন, সাইফুর রহমান, মোহন প্রমূখ।