বাম গনতান্ত্রিক জোটের সিরাজগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪; সময়: ৫:২১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : নিত্যপন্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালু, সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতার ও বিচার, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে বাম গনতান্ত্রিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার সিপিবি নেতা সুলতান আহমেদ, সিপিবি নেতা শহিদুল্লাহ সবুজ, বাসদ নেতা পলাশ কুমার ঘোষ ও তারিকুজ্জামান টরিক প্রমূখ। নেতৃবৃন্দ অবিলম্বে দুর্নীতিবাজদের গ্রেফতার বিচার, বাজার নিয়ন্ত্রণ রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানান এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন