মান্দায় জাতীয় আদিবাসী পরিষদের কমিটি গঠন

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪; সময়: ৬:৩৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মান্দা : জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁর মান্দা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার দুপুরে কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি পদে নীরেন চন্দ্র এক্কা, সাধারণ সম্পাদক পদে প্রশান্ত পাহান ও সাংগঠনিক সম্পাদক পদে কবিতা উরাও নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তিরকি প্রধান অতিথি ছিলেন।

আদিবাসী নেতা নীরেন চন্দ্র এক্কার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন পাহান, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি মার্টিন মুরমু, আদিবাসীনেত্রী সাগরিকা বিশ্বাস, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল পাহান প্রমুখ।
শেষে ২১ সদস্য বিশিষ্ট জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন