এনায়েতপুরে শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪; সময়: ৬:৪৯ pm | 
খবর > রাজনীতি

জ্যেষ্ঠ প্রতিবেদক, সিরাজগঞ্জ : ২০০৬ সালে ২৮ আগষ্ট আওয়ামীলীগের লগি-বৈঠার হামলা ও ২০১২ সালে এনায়েতপুরে শহীদ আবু ওয়ারেস আলীর হত্যার বিচারের দাবী এবং শহীদদের স্মরণে সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর হাট চত্ত্বরে এ সভায় এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম। এসময় থানা জামায়াতের সেক্রেটারী ডাঃ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে জেলা জামায়াতের নায়াবে আমীর মাওঃ আব্দুস সালাম, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল, জামায়াত নেতা শেখ মোঃ আইয়ুব আলী, মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ জোবায়ের হোসেন, মাওঃ আব্দুল হক, থানা শিবির সভাপতি ফয়সাল খন্দকার, প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গত ১৭ বছর আওয়ামীলীগ প্রতিপক্ষ দেশের রাজনৈতিক সমাজের উপর যে অমানবিক অত্যাচার, মামলা-হামলা চালিয়েছে তা মানবতাকে হার মানিয়েছে। আমাদের অনেক নেতা শহীদ হয়েছেন। জেলবন্দি ছাড়াও ঘরছাড়া ছিলেন প্রতিটি মানুষ। সে এক অন্যরকম দুঃশাসন। দেশবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় সেই আওয়ামী দুর্বিত্তায়ন রুখে দিয়েছে বাংলার ছাত্র-জনতা। আমরা চাই দেশে নৈরাজ্য পরিহার হোক। আওয়ামী অপরাধীদের বিচারের মাধ্যমে কঠিন শাস্তি হোক। জামায়াত সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, দেশের সকল মানুষের সমঅধিকার নিশ্চিতে আগামীতে কাজ করবে ইনশাল্লাহ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন