পাবনায় দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ, ছাতাসহ নানা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পাবনা : দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ, ছাতাসহ নানা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার পাবনা আর্দশ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান অতিথি হিসেবে দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে এ সব উপকরণ বিতরণ করেন দুদকের পাবনা অফিসের নতুন উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম সরকার।
পাবনা আর্দশ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এস মুস্তাকিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মনোয়ার উল আজীজ ও সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কমিটির সহসভাপতি উপাধ্যক্ষ শহীদ মো. ইব্রাহিম, সদস্য অ্যাডভোকেট জিনাত আরা চৌধুরী, অ্যাডভোকেট কামরুন্নাহার জলি, আব্দুর রাজ্জাক ও মনিরুজ্জামান শিপন ও পাবনা আর্দশ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুর রহমান। এ সময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নানা কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।