পাবনার প্রবীন সাংবাদিক আব্দুর রশিদের ইন্তেকাল
প্রকাশিত:
অক্টোবর ২৮, ২০২৪; সময়: ৭:৫৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার প্রবীন সাংবাদিক, পাবনা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক ভোরের ডাক পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি আব্দুর রশিদ (৭৬) সোমবার সকাল ১১ টায় পাবনা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী দুই ছেলে, নাতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পাবনার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পাবনা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সহকর্মি ও আতœীয় স্বজন তার বাড়ীতে ভীড় করে।
বাদ এশা রাত ৮টায় পাবনা গোডাউনপাড়া বøুবার্ড কিন্ডার গার্টেন মাঠে নামাজে জানাজা শেষে তাকে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে প্রেসক্লাবের পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধা জানানো হয়। পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।