জয়পুরহাটে অটোচালক মেহদী হত্যা মামলায় জেলা আওয়ামী লীগ নেতা মাহফুজ তিন দিনের রিমান্ডে

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪; সময়: ৬:২৪ pm | 
খবর > আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসরকে মেহেদী হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চিফ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি এক নম্বর আদালতের বিচারক ইসমাঈল হোসাইন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জয়পুরহাট আদালতের পুলিশ পরির্দশক আবু বকর সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসরকে রোববার দিবাগত গভীর রাতে জয়পুরহাট শহরের আল হেরা একাডেমি নগরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট সদর থানা পুলিশ সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠায়। গোলাম মাহফুজ চৌধুরীকে বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট গুলিতে নিহত শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল ও ৫ আগস্ট সন্ধ্যায় থানা এলাকায় গুলিতে নিহত অটোচালক মেহদি হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার মেহেদী হত্যা মামলায় তাঁকে আদালতে হাজির করে তাঁর পাঁচ দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরির্দশক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, গোলাম মাহফুজ চৌধুরী দুটি হত্যাসহ একাধিক মামলার আসামি। গোয়েন্দা পুলিশ দুটি হত্যা মামলা তদন্ত করছে। মেহদী হত্যা মামলায় গোলাম মাহফুজ চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড দিয়েছেন। শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল হত্যা মামলায় গোলাম মাহফুজ চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এই আবেদন আগামীকাল শুনানী হতে পারে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন