কুষ্টিয়ায় পদ্মায় নিখোঁজ পুলিশের মরদেহ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪; সময়: ৬:৩৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে জেলেদের হামলায় নিখোঁজ পুলিশের এএসআই সদরুল হাসানের মৃতদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার শিলাইদহ এলাকায় পদ্মা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে ডুবুরী দল। তবে পদ্মা নদীতে নিখোঁজ এ এস আই মুকুল হোসেনের সন্ধান এখনো পাওয়া যায়নি।

সোমবার ভোররাতে এই ২ এসআইসহ কুমারখালী থানা পুলিশের ৬ সদস্য এবং কয়া ইউনিয়নের ২ ইউপি সদস্য পদ্মা নদীতে গেলে জেলেদের হামলার শিকার হন। হামলায় পুলিশ ও ইউপি সদস্যদের বহনকারী নৌকাটি ডুবে গেলে এএসআই সদরুল হাসান ও মুকুল হোসেন নিখোঁজ হন। বাকিরা সাঁতরে তীরে আসতে সক্ষম হন। জেলেদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশ সদস্যরা অভিযানের নামে তাদের কাছ থেকে ইলিশ মাছ কেড়ে নেওয়ার কারণে তাদের ওপর হামলা হয়।

তবে পুলিশ বলছে পদ্মার ওপারে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যাওয়ার সময় জেলে নৌকার সঙ্গে সংঘর্ষে পুলিশের নৌকাটি ডুবে যায়। ঘটনার পর থেকে নিখোঁজ ২ এ এস আই এর সন্ধানে পদ্মা নদীতে অভিযান শুরু হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন