সিরাজগঞ্জের চৌহালীতে মা ইলিশ ধরায় ৫ জেলের কারাদন্ড

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪; সময়: ৭:২০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় ৫ জেলেকে আটক ও ৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে । বুধবার (২৯ অক্টোবর) রাতভর যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার ব্রিদাশুরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ রাশেদুল ইসলাম (২৮), নুর মোহাম্মদ (৩০), মোঃ কুরমান আলী (৩৫), এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রামের আব্দুল মালেকের ছেলে আমিরুল ইসলাম (৩৮), লাঙ্গলমুরা গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে মোঃ কুদ্দুস মিয়া (৩০)

উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি জানান, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২৪ এর আওতায় চৌহালী উপজেলা ট্রাস্কফোর্স কমিটির উদ্যোগে অভিযান এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার। নদীতে মা ইলিশ ধরায় হাতেনাতে আটক করা হয় ঐ ৫জনকে। তখন জব্দ করা হয় পাঁচ লাখ মিটার জাল।

এরপর বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শওকত মেহেদী সেতু এর ভ্রাম্যমাণ আদালতে আটককৃত ৫ জেলেকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। এছাড়া জব্দ করা পাঁচ লাখ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন