জয়পুরহাটে বিএনপির একপক্ষের বিরুদ্ধে আরেক পক্ষের মশাল মিছিল

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪; সময়: ৮:২৮ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলাজার হোসেন ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে আরেকপক্ষের নেতা শহর বিএনপির আহ্বায়ক মতিউর রহমান ও তার লোকজন মশাল মিছিল করেছে। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের প্রধান সড়কে এই মশাল মিছিল করা হয়।

শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে বজলা স্কুল এলাকায় যায়। সেখান থেকে আবার প্রধান সড়ক হয়ে জিরো পয়েন্ট এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে।

বিএনপির নেতাকর্মী সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর জয়পুরহাট পৌর ও সদর থানা বিএনপির সম্মেলন করা হচ্ছে। এই সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বেচ্ছাচারিতা করে আরেকপক্ষ পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান ও তার লোকজনদের বাদ রেখেছেন। এ কারণে মতিয়র রহমানের পক্ষ তাদের অপরপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছেন।

সংক্ষিপ্ত বক্তব্যে পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান বলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বেচ্ছাচারিতা করে আমাদের বাদ রেখেছেন। আগামী শুক্রবার (১ নভেম্বর) যে সম্মেলন হতে যাচ্ছে তা আমরা প্রতিহত করবো। সকলকে নিয়ে কমিটি গঠন করতে হবে, না হলে এ কমিটি গঠন করতে দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও মহিলাদল নেত্রী নুরজাহান হ্যাপী প্রমুখ।

জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, যদি নিয়ম বর্হিভূত ভাবে কমিটি করা হতো তাহলে স্বেচ্ছাচারিতা করা হতো। কিন্তু সকল নিয়ম মেনেই কমিটি গঠন করা হবে। এখানে তারাও অংশগ্রহণ করতে পারবেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন