‘মেয়ের আবদার আমার জীবনে কেউ আসুক’

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪; সময়: ৪:২৬ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : বিনোদন অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শুরুতে দুর্দান্ত কাজ করলেও মাঝখানে জীবনের বাস্তবতায় কিছুদিন বিরতি নিয়েছিলেন তিনি। এরপর নানা সংগ্রাম পার করে নতুন করে আবারো জ্বলে উঠেছেন এই অভিনেত্রী। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বলিউড প্রাঙ্গনেও তার ওঠাবসা নজর কেড়েছে সবার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন বাঁধন। তাছাড়া নারীর অধিকার নিয়েও বেশ এগিয়ে রয়েছেন। তবে সবশেষ তিনি আলোচনায় এসেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়। রাজপথে স্লোগানে স্লোগানে ছাত্রদের পাশে ছিলেন প্রতিবাদী এই অভিনেত্রী।

গত সোমবার (২৮ অক্টোবর) ছিল অভিনেত্রীর ৪১তম জন্মদিন। বিশেষ এই দিনটি বাসায় নিজের পরিবারের সঙ্গেই কাটিয়েছেন বাঁধন। তবে মায়ের জন্মদিনে একটি বিশেষ আবদার করেছেন অভিনেত্রীর একমাত্র মেয়ে।

সংবাদ মাধ্যমে বাঁধন বলেন, আমার একমাত্র মেয়ে চায়, তার মায়ের জীবনে কেউ আসুক, মা সুন্দর করে জীবনযাপন করুক। মেয়ে বড় হচ্ছে। আমাকে অনেক কাছ থেকে দেখে, ভালোবাসে। আমিও তাকে ভীষণ ভালোবাসি।

মেয়ের আবদার প্রসঙ্গে বাঁধন জানান, আসলে অতীতে এত ভয় পেয়েছি, আমার ওপর দিয়ে এত ট্রমা গেছে এখনও ভয় কাটেনি। আমার মতো করে যে আমাকে বুঝবে, ভবিষ্যতে সে-ই আমার পথচলার সঙ্গী হবে।

সানী সানোয়ারের ‘এষা মার্ডার’-এ পুলিশ কর্মকর্তার চরিত্রে বাঁধনকে দেখতে পাবেন দর্শকেরা। এ ছাড়া ‘মাস্টার’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত।

আজমেরী হক বাঁধন লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ দুনিয়ায় পা রাখেন। তিনি বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’-এ তার প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তার সাফল্য অর্জন করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন