সিরাজগঞ্জে কৃষককে হত্যায় ৩ জনকে যাবজ্জীবন

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪; সময়: ৬:০৪ pm | 
খবর > আঞ্চলিক

জ্যেষ্ঠ প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঞ্চল্যকর কৃষক সাইফুল ইসলাম হত্যা ঘটনা মামলায় অভিযুক্ত ৩ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তাদের ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামী অন্তিম দাসের খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কানিজ ফাতিমা এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে শাকিল শেখ (১৯), একই গ্রামের আমজাদ আলীর ছেলে নায়েব আলী (৪০) ও সলঙ্গা থানার ঘুরকা গ্রামের হযরত আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪২)।

এই আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী জানান, মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে ২০২২ সালের ১০ অক্টোবর রাতে কৃষক সাইফুল ইসলাম তার স্ত্রী আলেয়া খাতুনকে সঙ্গে নিয়ে চা খাওয়ার জন্য বাড়ির পাশের বজলুর রহমানের চায়ের দোকানে যায়। তখন শ্রী অন্তিম দাস নামে এক যুবক কৃষক সাইফুল ইসলামকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে কৃষক সাইফুল ইসলাম আর বাড়ি ফিরে আসেনি। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারন ডায়রী করলে পুলিশ শাকিল শেখ নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তখন সে এলাকার আব্দুর রাজ্জাক, নায়েব আলী, শ্রী অন্তিম দাস সহ অজ্ঞাত ৬/৭ ব্যক্তি সলঙ্গা থানার ফরিদপুর এলাকায় নৌকা করে তাস খেলা শেষ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাইফুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ ঘুরকা খাল হতে ১৩ অক্টোবর সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আদালতের বিচারক আজ ৩ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন