বাগমারায় ত্রি-বার্ষিক স্কাউট সম্মেলনে সভাপতি মাহবুবুল ইসলাম ও সম্পাদক আব্দুস সালাম

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪; সময়: ৬:২৪ pm | 
খবর > রাজশাহী

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা শাখার ত্রি-বার্ষিক স্কাউট কাউন্সিলের সম্মেলন বৃহস্পতিবার (অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্কাউট শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটের সভাপতি মাহবুবুল ইসলাম। কাউন্সিল সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহমুদা সিদ্দিকা, স্কাউটের জেলা সহসভাপতি মাষ্টার লুৎফর রহমান, জেলা স্কাউটের সহকারী কমিশনার সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টু, সম্পাদক মজনু মহাম্মাদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্কাউট শিক্ষকগন উপস্থিত ছিলেন। ২০২৪ সালের ত্রি-বার্ষিক কাউন্সিল সভায় পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম সভাপতি ও কাচারী কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম খানকে সাধারণ সম্পাদক করে ৩১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন