জয়পুরহাট সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে জয়ী যারা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট সদর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১ নভেম্বর) রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জয়পুরহাট সদর উপজেলা বিএনপির নির্বাচন কমিটির প্রধান কমিশনার এ এইচ এম ওবায়দুর রহমান সুইট।
এর আগে শুক্রবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে সদর উপজেলার ৯টি ইউনিয়ন কমিটির ৭১ সদস্য এবং পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির সদস্যরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
জয়পুরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি পদে হেনা কবির (চেয়ার ) প্রতীকে ৪১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আলীম (ঘোড়া) প্রতীকে ভোট পেয়েছেন ১৭৭। সাধারণ সম্পাদক পদে কাজী আবু বক্কর সিদ্দিক (মোরগ ) প্রতীকে ৪৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিছুর রহমান ( ছাতা) প্রতীকে ভোট পেয়েছেন ১৫০। সাংগঠনিক সম্পাদক পদে দুই জন মোফাজ্জল হোসেন (তাল ) প্রতীকে ৩৫৪ ভোট ও মোস্তাফিজুর রহমান (খেজুর গাছ) ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
পৌর বিএনপির সভাপতি পদে আমিনুর রহমান (বই ) প্রতীকে ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুর রশীদ মামুন (ফুটবল ) প্রতীকে ভোট পেয়েছেন ২২১। সাধারণ সম্পাদক পদে মো. আবু রায়হান উজ্জ্বল প্রধান (দেওয়াল ঘড়ি) প্রতীকে ৪২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এটিএম মিজানুর রহমান (ছাতা ) প্রতীকে ভোট পেয়েছেন ৮৫।
সাংগঠনিক সম্পাদক পদে দুই জন আবু হেলাল মোঃ ফারিকুল ইসলাম সুলফ ৩৩৮ ভোট ও এনামুল হক (হাতি) প্রতীকে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক সদস্য সচিব মোনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান উপস্থিত ছিলেন।
জয়পুরহাট সদর উপজেলা বিএনপির নির্বাচন কমিটির প্রধান কমিশনার এ এইচ এম ওবায়দুর রহমান সুইট বলেন, সদর উপজেলা বিএনপির ৬৩৯ জন সদস্যের মধ্যে ৫৯৭ জন এবং পৌর বিএনপির ৬৩৯ জন সদস্যের মধ্যে ৫১৬ জন ভোট দেন। দীর্ঘ ১৫ বছর জয়পুরহাট সদর ও পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতা-কর্মীর সমর্থকরা দারুণ উজ্জীবিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করা হয়েছে।