গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪; সময়: ৯:৫৭ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছে। নিহত হান্নান রহনপুরের রহমত পাড়ার মৃত এন্তাজ মিয়ার ছেলে।

আহতরা হলেন- গোমস্তাপুর খোয়াড় মোড়ের আলিমুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী সেরাতুন নেসা (৩০)।

শনিবার রাত ৯ টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পেট্রোল পাম্পের সামনে এ দূর্ঘটনা টি ঘটে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম জানান, রাতে আব্দুল হান্নান মোটরসাইকেল নিয়ে রহনপুর থেকে আড্ডা যাচ্ছিল। একইদিকে স্বামী স্ত্রী যাচ্ছিল বাইসাইকেলে করে। মোটরসাইকেল চালক পেছন থেকে বাইসাইকেল চালককে ধাক্কা দেয়। এতে তিনজন গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, আহত অপর দুই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হবে বলেও জানান ওসি।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন