সিরাজগঞ্জে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪; সময়: ২:০৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১ টার দিকে কলেজ রোডে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে, ‘আমরা সিরাজগঞ্জবাসী’ এ মানববন্ধন কর্মসূচিতে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, আয়কর আইনজীবী এডভোকেট কল্যাণ সাহা, জেলা বিএনপি দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন, প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, যমুনা নদী বিধৌত সিরাজগঞ্জে প্রায় নৌদুর্ঘটনা ঘটে আবার অনেকে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। কিন্তু সিরাজগঞ্জে ডুবুরী দল না থাকায় রাজশাহী থেকে আসতে বিলম্বের কারণে উদ্ধার কাজ সময় মত হয় না।

ফলে অনেক সময় মৃতদেত নিখোজই থেকে যায়। এজন্য সিরাজগঞ্জে ডুবুরী দল সংযোজনের দাবী জানান। দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলনেরও ঘোষনা দেন বক্তরা।

মানববন্ধনে সিরাজগঞ্জ শহরের স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী ইলেকট্রনিক্সস ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন