হড়গ্রাম পীরসাহেব পাড়ার প্রাক্তন শিক্ষক জবিউর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা ও রায়পাড়া স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. জবিউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। রোববার বেলা ১১টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
নগরীর হড়গ্রাম পীরসাহেব পাড়ার মরহুম জবিউর রহমান পদ্মাটাইমস পরিবারের সদস্য হাসিবুর রহমান শাওয়নের পিতা। মৃত্যুকালে স্ত্রী ও পাঁচ ছেলেসহ অসখ্য গুনগাহি রেখে গেছেন। বাদ মাগরিব হড়গ্রাম গোরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে জানাযা অনুষ্ঠিত হবে। পরে হড়গ্রাম গোরস্থান তার দাফন সম্পন্ন করা হবে।
হাসিবুর রহমান শাওয়নের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পদ্মাটাইমস পরিবার। এক শোক বার্তায় পদ্মাটাইমসের প্রকাশক ও সিইও আজিজুল আলম বেন্টু, সম্পাদক বদরুল হাসান লিটন, প্রধান প্রতিবেদক মুরাদুল ইসলাম সনেট, সিনিয়র রিপোর্টার ও ডেক্স ইনচার্জ আব্দুল বাতেন প্রধান চিত্রগ্রাহক হাসান আল মবীন মামুনসহ পদ্মাটাইমস পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানানো হয়েছে।