গুরুদাসপুরে কেন্দ্রীয় ছাত্রদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত একটি লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন এবং গুরুদাসপুর উপজেলা ও পৌর ছাত্র দলের উদ্দগে নাজিরপুর ডিগ্রী কলেজ চত্বরে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণের সময় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, জেলা সাংগঠনিক সম্পাদক হাসান শরিফ চমক, জেলা সদর আহ্বায়ক আনাম, জেলা সদস্য সচিব আমিরুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, নাজিরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম, সহকারী অধ্যক্ষ হারুন অর রশিদ ও রফিকুল ইসলাম, নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রবিউল করিম, নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হামিদুল ইসলামসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে গুরুদাসপুরে বিলচলন শহীদ সামছুজহা সরকারি কলেজে চত্বরে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজাদ্দৌলা সুজন, গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকরাম হোসেন, সদস্য সচিব আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিঃ যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রাং, পৌর ছাত্রদলের তোহা, রাকিব, হোসেন, বিলাশ প্রমুখ।
শেষে বিলচলন শহীদ সামছুজহা সরকারি কলেজে অধ্যক্ষ ডাঃ একরামুল হকসহ অত্র কলেজের সকল শিক্ষকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব।