মার্কিন নির্বাচন : সিনেট দখলে নিলো রিপাবলিকানরা

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪; সময়: ১:১১ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা এবং সময় যতই এগোচ্ছে, ততই বাড়ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা।

এদিকে মার্কিন সিনেটও দখলে নিয়েছে রিপাবলিকানরা। বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ওহাইয়োতে ডেমোক্র্যাটিক সিনেটর শেররড ব্রাউনের পরাজয়ের পর সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ ধরে রাখার সম্ভাবনা কমে যাচ্ছে। দলটি ইতোমধ্যেই দুইটি আসন হারিয়েছে এবং মন্টানায় জন টেস্টার আরও একটি আসন হারানোর বড় ঝুঁকিতে আছেন।

আর এতে করে অন্য কোথাও ডেমোক্র্যাটরা জয় নিশ্চিত করতে না পারলে সিনেট রিপাবলিকানদের হাতে চলে যাবে। তবে এই মুহূর্তে ডেমোক্র্যাটদের জন্য খুব একটা আশার আলো নেই।

দলটি দুইটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন ফ্লোরিডা এবং টেক্সাস ইতোমধ্যেই হারানোর পথে। নেব্রাস্কার ৬৯ শতাংশ ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে, স্বতন্ত্র প্রার্থী ড্যান ওসবোর্ন বর্তমান রিপাবলিকান ডেব ফিশারের বিপক্ষে সামান্য পিছিয়ে আছেন।

তবে ওসবোর্ন জিতলেও সিনেটে তিনি ডেমোক্র্যাটদের সমর্থন দেবেন কিনা তা এখনও স্পষ্ট না। আর যদি জেডি ভ্যান্সকে ভাইস-প্রেসিডেন্ট নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার ক্ষেত্রে যদি টাই ব্রেকার হয় তবে নেব্রাস্কার ফলাফল দিয়ে কিছু যাবে আসবে না।

আর এটিকে রিপাবলিকানদের জন্য অত্যন্ত সফল রাত হিসেবেই দেখা যাচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন