নিয়ামতপুরে আল রাইয়ান জেনারেল হাসপাতালের ১ম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে জমকালো আয়োজনে আল রাইয়ান জেনারেল হাসপাতালের ১ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নিয়ামতপুর উপজেলার পাওয়ার গ্রীডের দক্ষিণ পার্শ্বে কলেজ রোড আল রাইয়ান জেনারেল হাসপাতালের আয়োজনে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
আল রাইয়ান জেনারেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডাঃ কাবেরী শাহ’র সার্বিক তত্ত্বাবধানে ১ম বর্ষপূতি উদযাপন উপলক্ষে প্রীতিভোজে বিভিন্ন এলাকার গ্রাম্য চিকিৎসকগণ, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। আল রাইয়ান জেনারেল হাসপাতালের ম্যানেজার রতন বাবু সার্বিক দায়িত্ব পরিচালনা করেন।
আল রাইয়ান জেনারেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডাঃ কাবেরী শাহ বলেন, নিয়ামতপুর বেসরকারী স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রেখে চলেছেন আল রাইয়ান জেনারেল হাসপাতাল।
বৃহস্পতিবার আল রাইয়ান জেনারেল হাসপাতালের ১ম বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে। দক্ষ, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এরই মধ্যে সফলতা অর্জন করেছে।
আধুনিক চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়াও জনপ্রিয় ডাক্তার নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ মনিরুল হক তরফদার প্রতি শুক্রবার রোগী দেখছেন।
নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ মনিরুল হক তরফদার বলেন, আল রাইয়ান জেনারেল হাসপাতালের ১ বছর পদার্পণ করল। মূলত নিয়ামতপুর উপজেলার মানুষের চিকিৎসা সেবায় আল রাইয়ান জেনারেল হাসপাতালের ভূমিকা অপরিসীম।
এখন পর্যন্ত চিকিৎসা সেবায় সর্বোচ্চ ভূমিকা রেখে যাচ্ছে তার জন্য আল রাইয়ান জেনারেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ও তত্ত্বাবধায় ডাঃ কাবেরী শাহ এখন সাধারণ মানুষের কাছে প্রশংসনীয়।
বর্তমান সেবার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের অনেক সুনাম রয়েছে। এই সুনাম অব্যাহত রাখতে হবে এবং গরীব ও অসহায়দের সেবার জন্য প্রস্তুত থাকতে হবে সকলকে।