শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
প্রকাশিত:
নভেম্বর ৮, ২০২৪; সময়: ৬:০৮ pm | 
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমগাছের ডাল ভাঙতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারুফ আলী (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।
নিহত কিশোর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। শুক্রবার সকালে উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মারুফ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি আমগাছে উঠে জ্বালানির কাজে ব্যবহারের জন্য ডালপালা ভাঙছিল।
এ সময় বিদ্যুতের তারের স্পর্শ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ না থাকায় নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।