এনায়েতপুরে সম্প্রীতির বন্ধনে হলো শত বছরের ঐতিহ্যের গোপিনাথপুর গোষ্ঠ পুজা ও মেলা

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪; সময়: ৫:৪১ pm | 
খবর > আঞ্চলিক

জ্যেষ্ঠ প্রতিবেদক, সিরাজগঞ্জ : শত বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপিনাথপুর হিদু ধর্মের গোষ্ঠ পুজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এজন্য সনাতন ধর্মালম্বীদর পাশাপাশি গ্রামের অন্য সম্প্রদায়র মানুষের মাঝেও ছিল উৎসাহ উদ্দিপনা। শনিবার বিকেলে বর্নাঢ্য শোভাযাত্রা করে শ্রী কৃষ্ণের সাথে আরো বেশ কয়েকটি দেব-দেবীর মুর্তি আয়োজকরা মাথায় করে পুজা করার জন্য গ্রামের কালী মন্দির চত্ত্বরে নিয়ে আসে।

শুরু হয় নাচ-গান, পুজা উৎসব। শান্তির সমৃদ্ধ বাংলাদশ ও বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে অর্চনা হয় পুজা । এ উপলক্ষে অনুষ্ঠান স্থলের পাশেই বসে ছোট্ট পরিসরে মেলা। এতে দোকানীরা পসরা সাজিয় বসছিল জিলাপী, মিষ্টি, চুরি-মালা সহ শিশুদের নানা রকমের খাবার ও খেলনা নিয়ে। এতেও ছিল নানা বয়সী মানুষর ভীড়। গোষ্ঠ মেলা ও পু্ঁজায় এলাকার সর্বস্তরর মানুষের পাশাপাশি ছিল সিরাজগঞ্জ সদর, এনায়তপুর, বেলকুচি, উল্লাপাড়া, কামারখদ এবং শাহজাদপুর উপজলার সনাতন ধর্মীলম্বী হাজারো মানুষ। সম্প্রীতির বন্ধন আবদ্ধ হয়ে এতে অংশ নিয়েছিল আশপাশের গ্রাম গুলোর মসুলমান সম্প্রদায়ের অনেক মানুষ। এ উপলক্ষ দু দিন আগে থেকেই নায়রে আনা হয় ঝি-বেটিদের।

সার্বজনিন গোষ্ঠ পুজা ও মেলার আয়াজক কমিটির নীল মনি সরকার ও সুধাংশু রায় জানান, আমরা ছোট্ট বেলা থেকেই এ উৎসব দেখে আসছি। এখন আমরাই তার আয়োজনে সম্পৃক্ত হয়ে ধরে রাখছি ধর্মীয় ও গ্রামের শত শত বছরের প্রাচিন ঐতিহ্য। এতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশ নিয়ে আয় সবাই উৎসাহে মাতে। সৃষ্টিকর্তার কৃপা সবার মাঝেই ছড়িয়ে যাক এই প্রত্যাশায় আমরা এবার এবারের গোষ্ঠ পুঁজা হলো আমাদের।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন