কচুয়ায় শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন,ঝড়ে পড়া ও বাল্যবিবাহ রোধ কল্পে অভিভাবক সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের আয়োজনে সভাকক্ষে অভিভাবকদের নিয়ে এ সমাবেশ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ হেলাল চৌধুরী।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা পাঠদান করাতে হবে। শুধু শিক্ষকরা পাঠদান করালে হবে না বরং অভিভাবকদেরও তাদের সন্তানদের প্রতি যত্ন নিতে হবে। তাহলে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার্থীরা ভালো জ্ঞানার্জন করতে পারবে। তাই সন্তানদের প্রতি সবসময় পড়াশুনায় মনযোগী করে তুলতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম।
এসময় ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম,অমর কৃষ্ণ দেবনাথ,সাইফুল ইসলাম,অভিভাবক সদস্য জুয়েল আহমেদ পাটোয়ারী সহ অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একই দিনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী ওই বিদ্যালয়ের শ্রেনিকক্ষের পাঠদান পরিদর্শন,তুলাপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।