রাজশাহী পরিবহন সেক্টরে আ.লীগের দোসরদদের জায়গা নেই : হেলাল

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের দোসররা এখনও সক্রিয়। বিভিন্ন সময়ে তারা রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে অনুপ্রবেশে চেষ্টা করে এই সেক্টরকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
তাদের এই ঘৃণ্য অপচেষ্টা কখনই সফল হতে দেবে না মালিক শ্রমিকেরা বলে মন্তব্য করেছেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।
মঙ্গলবার বিকেলে রাজশাহী শিরোইল বাস টার্মিনাল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে আওয়ামী লীগের দোসরদের অনুপ্রবেশের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভায় তিনি এসব কথা বলেন ।
হেলাল আরও বলেন, স্বৈরাচার দল আওয়ামী লীগের নেতাকর্মী দেশ থেকে পালিয়ে গেলেও বিভিন্ন সেক্টরে তাদের লোক দিয়ে এখনও অস্থিতিশীল করার চেষ্টা করছে। যেমনটি তারা রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ নিয়ে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই চেষ্টা কখনোই সফল হতে দেয়া যাবে না।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নেতা হেলাল আরো বলেন, আমরা এ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এজন্য ৪ ও ৫ আগস্ট যারা ছাত্র জনতার উপরে হামলা চালিয়েছে সেই স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে তাদেরকেও আইনের আওতায় আনার জোর দাবি করা হয় এই সংক্ষিপ্ত পথ সভায়।
এর আগে নজরুল ইসলাম হেলালের নেতৃত্বে রাজশাহী শিরোইল বাস টার্মিনাল থেকে আওয়ামী লীগের দোসরদের গ্রেফতার ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপকে অস্থিতিশীল করার পায়তারা রুখতে একটি বিক্ষোভ মিছিল বের করে বাস মালিক শ্রমিকেরা। এতে শত শত বাস মালিক শ্রমিক অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন, মোয়াজ্জেম পারভেজ,মামুনুর রশিদ,মোস্তাফিজুর রহমান শাহিন,রাসেল আহমেদ,শরীফ আলী,
জিল্লুর রহমান,অ্যাডভোকেট আশরাফসহ প্রমুখ।