ফসলের সাথে এ কেমন শত্রুতা

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪; সময়: ৭:১৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে জমাজমির সংক্রান্ত বিরোধের জেরে ৩’শ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

প্রতিকার পেতে ভূক্তভোগী কৃষক রাজা মিয়া মঙ্গলবার শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে গত সোমবার রাতে।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, রাজা মিয়ার দখলে থাকা মুরাদপুর মৌজার ১৮ ও ২৭শতাংশ জমিতে প্রতিপক্ষ আতাউর রহমান, তাছলিমা আক্তার রিক্তা, রবিউল ইসলামসহ অজ্ঞাতরা ৩’শ কলার গাছ কেটে ফেলে। ভূক্তভোগী কৃষক রাজা মিয়া বাঁধা দিতে গেলে তাকেও মারপিট করা হয়।

কৃষক রাজা মিয়া বলেন, আমার দখলে থাকা জমিতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা ৩’শ কলাগাছ কেটে ফেলে তিন লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। আমি এ অন্যায়ের জন্য প্রশাসনের নিকট বিচার চাই।

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন