মোহনপুরে সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

রায়হানুল হক রিফাত, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষ্যে সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা হলরুমে উপজেলা এ সভা অনুষ্ঠিত হয়।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা এর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। এরপর গত আগষ্টে নিহত শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মতবিনিময় সভায় মোহনপুরের উপস্থিত সুধীজনদের জেলা প্রশাসক এর নিকট উপজেলার বিভিন্ন বিষয় ও দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করতে সুযোগ দেওয়া হয়। এসময় মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম মুন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, মোহনপুর গার্লস ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাবেক ইউপি চেয়ারম্যান কাজেম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান, মোহনপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার আমীর তানোর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলার নায়েবে আমীর এবং সাঁকোয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী রাজশাহী কলেজের শিক্ষার্থী সোহেল, ঢাকা শহিদ তিতুমীর কলেজের ইতিহাস বিভাগের ছাত্র ফজলে রাব্বিসহ আরো অনেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নানা অনিয়ম-দুর্নীতি, স্বাস্থ্য সেবা কেন্দ্র, শিক্ষা-প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে নানান বৈষম্য, রাজনৈতিক প্রেক্ষাপট, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন বিষয়ে পরামর্শমূলক দাবি-দাওয়াসহ আগামী দিনে মোহনপুরের সার্বিক উন্নয়ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন।
মতবিনিময় সভায় সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনে রাজশাহীর নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী এবং অংশগ্রহণকারী ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যম কর্মীগণসহ উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য বলেন। পাশাপাশি তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, আমার রাজশাহীতে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর আজ ১০ম কর্মদিবস। আমি রাজশাহীসহ মোহনপুর উপজেলা সম্পর্কে অনেক আগে থেকে জানি, এখন আরো বেশি জানতে চাই। আগামী দিনে জনগণের স্বার্থে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সকল অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, যা আপনারা আমার কাজে দেখতে পাবেন। তবে আপনারা ব্যক্তি স্বার্থে নই, জনস্বার্থে আমার কাছে সেবা নিতে আসবেন, আমি এলাকার সার্বিক উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করবো।