গোমস্তাপুরে ধান ক্ষেতের ক্যানেল থেকে অজ্ঞাত এক বৃদ্ধর মরদেহ উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪; সময়: ৭:২৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অজ্ঞাত এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা এলাকার একটি ধান ক্ষেতের ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গোমস্তাপুর থানার ওসি মো. খাইরুল বাসার মরদেহ উদ্ধারের বিষয় টি নিশ্চিত করেছেন।

ওসি খাইরুল বাসার জানান, ধান ক্ষেতের ক্যানেলে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তিনি কিভাবে মারা গেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের পরনে লুঙ্গি ও পাঞ্জাবি ছিলো। মুখে আছে দাঁড়ি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন