কেশরহাটে বিনামুল্যে চক্ষু ক্যাম্প

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪; সময়: ৫:৪৬ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয় চত্বরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে (১৪ নভেম্বর) সাঁকোয়া আল কোরআন কমপ্লেক্স অ্যান্ড ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করে দিনাজপুর গাওসুল আযম বিএনএস চক্ষু হাসপাতাল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে মোহনপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা জিএএম আবদুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।

সাবেক চেয়ারম্যান আবদুল গোফুর মৃধার অনুষ্ঠান পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মোহনপুর সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা জামাতের নায়েবে আমীর মাওলানা অধ্যাপক আবদুল খালেক, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান, দিনাজপুর গাওশুল আযম বিএনএস চক্ষু হাসপাতালের পরিচালক শরিফুল ইসলাম, বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা এফএম ইসমাইল আলম আলহাসানী, মোহনপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও উপাধ্যক্ষ মাওলানা আবুল কালাম, মোহনপুর উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি শাহ জামান, কেশরহাট বাজার বণিক সমিতির সভাপতি সাদ আক্কাস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন