প্রধান শিক্ষকের দুর্নীতির সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪; সময়: ১২:৪১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর আত্রাই উপজেলার সুদরানা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহার বিরুদ্ধে প্রতিবন্ধী শিক্ষার্থীসহ অসহায় শিক্ষার্থীদের প্রণোদনার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রেসক্লাবে ওই শিক্ষককের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবক এই সংবাদ সম্মেলন করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা। তদন্তের রিপোর্টের পর অভিযুক্ত প্রধান শিক্ষককে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু সময় অতিক্রম হয়ে গেলেও সেই অভিযুক্ত প্রধান শিক্ষককের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

শুধু প্রতিবন্ধী শিক্ষার্থী নয়, সাধারণ গরীব শিক্ষার্থীদের প্রণোদনার টাকা শিক্ষার্থীদের না জানিয়ে ভাউচারে সাক্ষর করে নেওয়ারও অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়াও ওই প্রতিষ্ঠানের লাইব্রেরীয়ানের কাছ থেকে চাকুরী সরকারিকরণ করে দেওয়ার নাম করে প্রায় ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগসহ তার সকল অপকর্মের সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন