গুরুদাসপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল ও পৌর শাখার কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে গুরুদাসপুর পৌর শাখার আয়োজনে চাঁচকৈড় বাশহাটা উপজেলার দলীয় কার্যলয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল ও পৌর কমিটি গঠন অনুষ্ঠানে পৌর কমিটির সভাপতি মাওলানা আব্দুল রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিস গুরুদাসপুর উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব মাওলানা জামিল আহমাদ।
নাটোর জেলা সহকারী সাধারন সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মকলেসুর রহমান, জেলা সমাজ কল্যান সাধারন সম্পাদক হযঃ মাওঃ সিহাব উদ্দিন, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলগীর হোসেন, সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আঃ রহীম, আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি বিশিষ্ঠ আলেম দ্বীঃ মাওলানা আজগর আলী, গুরুদাসপুর পৌর শাখার সভাপতি মাওলানা আঃ রহমান, পৌর যুব সভাপতি মাওলানা ফরিদ ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের দলের মূল শ্লোগান হচ্ছে, ধর্ম-বর্ণ-ভিন্নমত, সবার জন্য খেলাফত। দেশে খেলাফত ব্যবস্থা কায়েম হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য বৈষম্য বিরোধী সমাজ ও রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত হবে। তাই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটি কর্মীকে ঘরে ঘরে খেলাফতের দাওয়াত পৌঁছে দিতে হবে।
মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আগামীর বাংলাদেশে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সকলকে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তারা আরো বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন।
খলিফা হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। খেলাফত প্রতিষ্ঠার কাজে নিজেকে সম্পৃক্ত করা। জীবনের সকল কাজ একনিষ্ঠ মনে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য করা এবং আল্লাহর প্রিয় বন্দা হওয়ার চেষ্টা করা। দ্বীন ও ইসলামের প্রয়োজনে নিজেদের জান মাল দিয়ে সর্বোচ্চ ত্যাগের নাজরানা পেশ করার জন্য সব সময় প্রস্তুত থাকা।
নাটোর জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক মকলেসুর রহমান বলেন, দেশের সাধারণ মানুষকে জিম্মি করে দুর্নীতিবাজ লুটেরা তাদের জীবন-যাপনের উন্নতি করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে সেদেশে দ্বিতীয় বাড়ি করেছে। অথচ দেশের আপামর জনতা জীবন যাপনের উন্নতি হয়নি। এর মূল কারণ হলো ন্যায় প্রতিষ্ঠিত না হওয়া। তাই দেশে ন্যায় প্রতিষ্ঠায় খেলাফত রাষ্ট্রের বিকল্প নেই। ছাত্রজনতার রক্তাক্ত আন্দোলনের মধ্যদিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে।
তাদের দোসরা নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলকে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা যদি আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি চাই তাহলে কোরআনের বিধান তথা খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। তাহলে ছাত্র-জনতা, আলেম-উলামাদের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয় নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বাংলাদেশ খেলাফত মজলিস।
দাওয়াতি মাহফিল শেষে মাওলানা আঃ রহমানকে সভাপতি এবং মাওলানা মিজবাহ উদ্দিন শাহরিয়ারকে সাধারণন সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট গুরুদাসপুর পৌর শাখার কমিটি এবং মাওলানা ফরিদ ইসলামকে সভাপতি ও হাফেজ আল আমীনকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট গুরুদাসপুর যুব গঠন করা হয়।
নবগঠিত পৌর ও যুব কমিটির নেতৃবৃন্দদেরকে শপথ পাঠ করান বাংলাদেশ খেলাফত মজলিস গুরুদাসপুর উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব মাওলানা জামিল আহমাদ।