কচুয়ায় সেঙ্গুয়া বাজার পরিচালনা কমিটির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সেঙ্গুয়া বাজার পরিচালনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১ পর্যন্ত বিরতিহীনভাবে ৭১ জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোট প্রয়োগ করেন।
এতে সভাপতি হিসেবে আনারস প্রতীকে ৪৯ ভোট পেয়ে আব্দুল হান্নান নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর হালিম পেয়েছেন ২৩ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে কলস প্রতীকে শিমুল হোসেন রুবেল পেয়েছেন ৩৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩২ ভোট এবং কোষাধ্যক্ষ পদে ইলিশ মাছ প্রতীকে ইসমাইল হোসেন সুজন পেয়েছেন ৩৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল হোসেন পেয়েছেন ২৪ ভোট।
এদিকে নির্বাচনে মোট ৩ টি পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসময় নির্বাচন ফলাফল ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন।
এদিকে সেঙ্গুয়া বাজার পরিচালনা কমিটির নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন, আলাউদ্দিন, মাসুম বিল্লাহ, হাসানুজ্জামান বাচ্চু, মিজানুর রহমান ও জাকির হোসেন।
এসময় উপদেষ্টা গাজী সফিকুর রহমান, মহিন উদ্দিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, শাহজালাল সিকদারসহ বাজারের উপদেষ্টা, ব্যবসায়ীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরে বিজয়ী প্রার্থীরা সমর্থকদের নিয়ে সেঙ্গুয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ মিছিল করেন। দীর্ঘদিন পর বাজারে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসায় খুশি ব্যবসায়ীরা।