রাজশাহীতে আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ইন্টারন্যাশনাল ট্যুর মালদ্বীপে অনুষ্ঠিত হবে। এউপলক্ষে রাজশাহী সেলস্ অফিসের যোগ্যতা অর্জনকারী কর্মকর্তাদের সংবর্ধনা ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর শালবাগান ম্যাংগো রিসোর্ট-কনভেনশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আলফা ইসলামি লাইফ ইন্সুইরেন্সের সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মাহমুদ (সুলতান)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফা ইসলামি লাইফ ইন্সুইরেন্স সিইও নূরের আলম সিদ্দিক।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফা ইসলামি লাইফ ইন্সুইরেন্সের ডিএমডি (অপারেশন) সাজ্জাদুল বারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সুইরেন্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রফেসর আব্দুল কুদ্দুস, বারিন্দ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রিন্সিপাল ডা: বিকে দাম, আলফা ইসলামি লাইফ ইন্সুইরেন্সের চাঁপাইনবাবগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার গোলাম মাওলা শাহিন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার সাবেক জিএম ও আলফা ইসলামি লাইফ ইন্সুইরেন্স ব্রাঞ্চ ম্যানেজার মাহাতাব উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি আলফা ইসলামি লাইফ ইন্সুইরেন্সের সিইও নূরে আলম সিদ্দিক আলফা ইসলামি লাইফ ইন্সুইরেন্সে হিসাব খোলার আহ্বান জানিয়ে বলেন, আজকের অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন এজন্য খুবই ভালো লাগছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পেইন করতে চাই। এতে রাবির শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি চাকরী করার সুযোগ পাবে। অনেকে পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে চাই। আমরা আলফা ইসলামি লাইফ ইন্সুইরেন্স তাদের সেই সুযোগটি দিতে চাই। তিনি আরো বলেন, আলফা ইসলামি লাইফ ইন্সুইরেন্সের মেয়াদ শেষ হলে সাথে সাথে টাকা পেয়ে যাবেন এখানে বিন্দুমাত্র ফাঁকি দেবার সুযোগ নাই। ব্যাংক থেকে বীমা শক্তিশালী বাংলাদেশে ৩৬ টি বীমা কোম্পানি আছে মুষ্টিমেয় কোম্পানি দূর্বল। দেশে ৬১ টি ব্যাংক আছে সেখানে অবস্থা অনেকের খারাপ। বাংলাদেশ এমন বীমা কোম্পানি আছে বেশ কয়েকটি কোম্পানি কিনে নেওয়ার ক্ষমতা আছে। বাংলাদেশ বীমার প্রতি বিমুখতা আছে এটি আমাদের কাটিয়ে উঠতে হবে। আলফা ইসলামি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী সকল নেগেটিভ কিছু ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখানে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। এখানে কাজ করলে অনেক টাকা আছে এবং দেশ বিদেশে ঘুরা যায়। তাই আসুন আমরা নিজেদের কল্যাণে কাজ করি। আমরা স্বপ্ন আলফাকে বাংলাদেশ এক নম্বর কোম্পানির রুপে রুপান্তরিত করা।
পরে, কোম্পানির ১৭ জন যোগ্যতা অর্জনকারী কর্মকর্তাদের ফুলের মালা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।