বাগমারা হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ২০০ এ্যালকাহল ও গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ২০০ বোতল এ্যালকাহল ও ১০০ গ্রাম গাঁজাসহ জালাল হোসেন (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সৈয়দপুর কাগজিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত জালাল উপজেলার সৈয়দপুর কাগজিপাড়া গ্রামের মৃত সেফাতুল্লাহ ছেলে। এ তথ্য নিশ্চিৎ করেন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলী।
জানা গেছে, বাগমারা হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলীর নেতৃত্বে এসআই উৎপল কুমার, সেকেন্দার আলী, এএসআই রতন কুমার বর্মন, পুলিশ সদস্য বিপ্লব হোসেন, সিরাজুল ইসলাম, আশরাফুজ্জামান, মেহেদী হাসানসহ একটি পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে (১৬ নভেম্বর) শনিবার রাতে উপজেলার সৈয়দপুর কাগজিপাড়া গ্রামে মৃত সেফাতুল্লাহ ছেলে জালাল হোসেন (৩৮) এর বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় জালালের কাছে থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২০০ বোতল এ্যালকাহলসহ তাকে হাতে নাতে গ্রেপ্তার করে।
এ ঘটনায় বাগমারা থানায় এসআই সেকেন্দার আলী বাদি হয়ে গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতের প্রেরণ করা হয়েছে।