জামায়াত নেতা মিজানের পিতার ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪; সময়: ১২:১৬ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ২৬ নং ওয়ার্ডের সেক্রেটারি মিজানুর রহমান মিলনের শ্রদ্ধেয় পিতা মোহাম্মদ বাবর আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী ও রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে জান্নাতবাসী করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

রাজশাহী মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমান -এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মরহুম মুহাম্মদ বাবর আলী রোববার সকাল ১০টায় রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ রোববার বাদ মাগরিব নগরীর মেহেরচন্ডী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন