২১ দিনের মধ্যে জবাব দিতে আদানিকে যুক্তরাষ্ট্রের তলব

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪; সময়: ৩:১৮ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে ঘুষ ও প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর এবার একই মামলায় ভারতীয় ধনকুবের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান গৌতম আদানি ও তার ভাগ্নে সাগর আদানিকে তলব করেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সৌর বিদ্যুৎ প্রকল্পে ২২০০ কোটির ঘুষ মামলায় যুক্তরাষ্ট্রে ২১ দিনের মধ্যে তাদের ডেকে পাঠানো হয়েছে। নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট দুই অভিযুক্তকে তলবের ওই বিজ্ঞপ্তি জারি করে।

সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইন মোতাবেক তলবের চিঠি পাওয়ার ২১ দিনের মধ্যে পাল্টা জবাব দিতে হবে সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনকে। চিঠি পাওয়ার পরদিন থেকেই সময় গণনা হবে। আত্মপক্ষ সমর্থনে যা বলার তা জানাতে হবে আদালতকেও। জবাব না দিলে আদালতের নিয়ম অনুযায়ীই রায় ঘোষণা করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন