পাবনায় চরমপন্থি নেতাকে জ’বাই করে হ’ত্যা

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪; সময়: ১০:৪৩ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পাবনা : ছয়দিনের মাথায় আবারও হত্যাকাণ্ড ঘটলো পাবনায়। এবার জেলার সাঁথিয়ায় আত্মসমর্পণ করা সাবেক চরমপন্থি নেতা বাকুল মিয়া (৪৫) কে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত নয়টার দিকে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি উত্তরপাড়া স্কুলের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাকুলের ভাতিজা আলেপ হোসেন (২৫) কেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে গত ১৬ নভেম্বর থেকে নয়দিনে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার রাতে গ্রামের একটি চায়ের দোকানে বসেছিলেন বাকুল মিয়া। এ সময় একই গ্রামের জালাল মাস্টার জানায় তার ধান নিয়ে বাড়িতে পৌঁছে দিতে। তখন বাকুল তার ভাতিজা আলেপকে সাথে নিয়ে ঘোড়ার গাড়িতে ধান নিয়ে জলিল মাস্টারের বাড়িতে পৌঁছে দিয়ে ফিরছিলেন।’

পথিমধ্যে রাউতি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার ওপর পৌঁছালে একদল দুর্বৃত্ত বাকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। এ সময় তার সাথে থাকা ভাতিজা আলেপ বাধা দিতে গেলে তাকেও এলোপাথারি কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে আহত আলেপকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে এবং পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। কারা, কি কারণে তাকে হত্যা করেছে জানাতে পারেনি পুলিশ।
তা এই মুহুর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে নিহত বাকুল আগে চরমপন্থি দলের সাথে যুক্ত ছিলেন। পরে তিনি আইনের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তার নামে একাধিক মামলা রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন