সিরাজগঞ্জ ও বেলকুচিতে ইসকন নিষিদ্ধ দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪; সময়: ৭:০৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : ইসকনের কার্যক্রম বন্ধ ও নিষিদ্ধের দাবীতে সিরাজগঞ্জ ও বেলকুচিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা সিরাজগঞ্জ শহরের এসএস রোডে কেন্দ্রিয় জামে মসজিদের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জুম্মার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ মুসল্লিরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও অংশ গ্রহণ করেন।

অপর দিকে, একই দাবিতে বেলকুচি বাহেলা আমান মসজি থেকে একই সময়ে দেশ প্রেমিক ও ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ছাত্র জনতা ছাড়াও মুসল্লিরা অংশ গ্রহণ করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন